মহাকাশে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ !
কলকাতা টাইমসঃ
মহাকাশে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। চলবে শুটিং। আগামী বছর মহাকাশকেই শুটিং ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছে পুতিনের রাশিয়া। জানা যাচ্ছে, রাশিয়ার ‘চ্যানেল ওয়ান’ কতৃপক্ষ মহাকাশে চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগ নিয়েছে। চলছে নায়িকার খোঁজ।
আপাতত ছবিটির একটি নাম দেওয়া হয়েছে, তা হলো ‘চ্যালেঞ্জ’। যদিও এটাই চূড়ান্ত নয়। তিনটি সংস্থা ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে। তারা হলো, রোজকসমস, চ্যানেল ওয়ান এবং ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও।