বাতিঘর ‘দেখলেই’ বেতন ৯৩ লাখ !
কলকাতা টাইমস :
হেডিং পড়ে ভাবছেন বাবা, এতো মাইনে। এতো সারাজীবন লটারি পাওয়ার মতো। একরকম তা ভাবাই যায়। কেয়ারটেকারের চাকরি করে মাসে ৯৩ লাখ টাকা পাওয়া তো সত্যিই ভাগ্যের ব্যাপার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এখানে অবশ্য দুজনের ভাগ্যে রয়েছে এই চাকরি। কারণ যে লাইটহাউসের দেখাশোনার জন্য এই বেতন তাতে শূন্যপদ দুটি । এর জন্য বরাদ্দ রয়েছে ১,৩০,০০০ ডলার বেতন। যা টাকার হিসাবে ৯১ লাখ ৬২ হাজার টাকা হয়।
আর শূন্যপদ রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। খবর অনুযায়ী, ইস্ট ব্রাদার লাইট স্টেশন সাও পাওলোর লাইটহাউসের জন্য কেয়ারটেকারের দরকার। এই লাইটহাউস ১৮৭৪ সালে তৈরি করা হয়েছিল। মার্কিন কোস্ট গার্ড এই লাইটহাউসের মালিক। যারা লাইটহাউসের কেয়ারটেকারের জন্য আবেদন করবে তাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা থাকতে হবে। পাশপাশি তাদের কাছে মার্কিন কোস্ট গার্ড কমার্শিয়াল বোট অপারেটারের লাইসেন্স থাকতে হবে।