আঙ্গুল যেমন, মানুষ তেমন, কিভাবে ?
কলকাতা টাইমস :
কোনও সন্দেহ নেই, মানুষ চেনা অতি কঠিন কাজ। অনেক ক্ষেত্রে দুরূহ। কেননা, ‘মানুষ’ বস্তুটি বাস করে অন্তরে, যার গহীনে যাওয়া রীতিমতো কষ্টসাধ্য। তবু যদি একবার আঙুলের দিকে তাকান…
আঙুল যেমন, মানুষ তেমন। প্রথমে ভাল করে ছবিটি দেখুন। তিনটি তালু পাশাপাশি রাখা রয়েছে। তিনটি তালুর আঙুলের গঠন তিন রকম।
এইবারে নিজের হাতের দিকে তাকিয়ে দেখুন। যদি ১ হয়, অর্থাৎ, তর্জনির থেকে অনামিকা বড় হয়, তা হলে বলতেই হচ্ছে, আপনি একজন ‘‘চার্মিং পার্সোনালিটি’’। যুক্তি আপনার জীবনে শেষ কথা। আপনার ইউএসপি? সব সমস্যার অনায়াস সমাধান।
যদি ২ হয়, অর্থাৎ তর্জনি অনামিকার থেকে বড়, তা হলে আত্মবিশ্বাসে ফুটছেন আপনি। আপনি সাহসী, ঝুঁকি নিতে পিছপা হন না। এই মানসিকতাই আপনাকে এগিয়ে দিচ্ছে জীবনে।
যদি ৩ হয়, অর্থাৎ তর্জনি এবং অনামিকা সমান, তা হলে আপনি শান্তিপ্রিয় মানুষ। একটু বুঝেশুনে, সব দিক সামলে চলেন। সকলকে নিয়ে চলতে ভালবাসেন।
কেমন, এইবারে নিজেকে চিনেন নিন আরও একবার।