ইতালিয়ান শিল্পীর আঁচড়ে লিওনেল মেসি আজ ‘চে গুয়েভারা’

কলকাতা টাইমসঃ
ইতালিয়ান শিল্পী সালভাতর বেনিনতেন্দের তুলিতে আছড়ে পড়লো মেসি বিপ্লব। তাকে আর্জেন্টিনার কিংবদন্তি চে গুয়েভারার সমতুল্য করে রাঙিয়ে তুললেন তিনি। মাথায় তারকার টুপি, ঠোঁটে হাভানা চুরুট, চোখে নয় বুকে সানগ্লাস, গায়ে খাকি শার্ট। এক ঝলকেই মনে করিয়ে দেবে ‘চে গুয়েভারাকে’। বার্সেলোনার সিটি সেন্টার প্লাজা কাতালুনিয়ার সামনে এই শিল্পকর্মটি লাগিয়ে দিয়েছেন সালভাতর বেনিনতেন্দে। ছবিটির নাম দিয়েছেন ‘গুডবাই কমান্ডার’।
ছবিতে চে’র মতন শর্ট-প্যান্ট পরা মেসি লাগেজ নিয়ে পাড়ি দিচ্ছেন অন্য কোথাও। মেসির পরনের প্যান্টে রয়েছে বার্সার লোগো। লাগেজে সাঁটা ইংল্যান্ডের পতাকা। অন্য হাতে বিমানের টিকিট। মেসির মাথার পেছনে ‘হার্ট’-এর শেপ। বার্সার নাগরিকরা সকালে উঠে এই ছবি দেখে অনেকটাই চমকে গিয়েছেন।