লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কাকে বেশি পছন্দ শচীনের?
কলকাতা টাইমসঃ
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কাকে বেশি পছন্দ শচীনের? এমনটাই প্রশ্ন করা হয়েছিলো ভারতের সর্বকালের সেরা এই ক্রিকেট তারকাকে। প্রশ্নকর্তা সহ ক্রিকেট ভক্তরা আশা করেছিলেন হয়তো কোনো ডিপ্লোমেটিক উত্তরই দেবেন ক্রিকেটের ঈশ্বর। কিন্তু না, সরাসরি তিনি জানিয়ে দিলেন তার পছন্দের তারকার নাম। কে সেই ফুটবলার?
জানা যাচ্ছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে শচীনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এলএম টেন এবং সিআর সেভেনের মধ্যে তার পছন্দ কে? উত্তরে শচীন বলেন, আমার মেসিকেই বেশি ভাল লাগে। অর্থাৎ আর্জেন্টাইন মহাতারকার খেলা দেখতেই যে তিনি বেশি পছন্দ করেন, তা সপাটে জানিয়ে দেন শচীন। স্বাভাবিক ভাবে শচীনের উত্তরে দারুণ খুশি মেসিভক্তরা।