‘লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ’ !
কলকাতা টাইমসঃ
আচ্ছা, যদি শোনেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার প্রাথমিক স্কুলের পড়াশোনা শেষ করেছেন প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো স্কুলে! নিশ্চই চমকে যাবেন? কখনো সামনে পেলে নিশ্চই বাংলায় গড়গড় করে একটু গল্প করে নেবেন। অন্তর্জালের সাহায্য নেওয়া আরো বহু কিছুর মতন একথাটাও আপনি বিশ্বাস করতে বাধ্য। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলই জানাচ্ছে এই অবিশ্বাস্য তথ্য। চাইলে ‘লিওনেল মেসি’স এডুকেশন’ লিখে গুগল সার্চ করলেই দেখবেন সেখানে ভেসে উঠছে ‘লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ’!
আসল ঘটনা হলো, মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমান এই আর্জেন্টাইন তারকা। তখন তার একটাই স্বপ্ন ছিলো, বড়ো ফুটবলার হবেন। তখন থেকেই শীর্ণকায় মেসির দায়িত্ব তুলে নেয় বার্সেলোনা। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক স্কুলের পড়াশুনা শেষ করেন লিওনেল। তবে কেনো এমনটা দেখাচ্ছে গুগল? তা বোধহয়…..ওই….’ব্রহ্মা জানেন, গোপন কম্মটি’….