November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

করোনা তাড়াবে লিওনেল মেসির তোশক !Lionel Messi’s mattress will will eliminate corona! Messi, mattress,eliminate corona কলকাতা টাইমসঃ করোনা প্রতিরোধ করতে সাধারণ মানুষের হাতিয়ার মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাওয়াই মেনে চলার চেষ্টা করছেন বিশ্ববাসী। একই সঙ্গে ভাইরাস ঠেকাতে বাজারে আসছে নিত্যনতুন স্যানিটাইজিং সিস্টেম। তেমনই এক অত্যাধুনিক ডিভাইজ ব্যবহার করে আপাতত আলোচনার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জানা যাচ্ছে, মেসিকে এবার করোনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিলো তোশক।মাত্র চার ঘণ্টার মধ্যে করোনার জীবাণু মারতে সক্ষম এই তোশক। ‘টেক মুন’ নামের সেই তোশক লিওনেল মেসি, সল নিগেজ ও সার্জিও আগুয়েরোকে উপহার হিসেবে দিয়েছে প্রস্তুতকারক সংস্থা। এই তোশক ৯৯.৮৪ শতাংশ করোনার জীবাণু ধংস করতে সক্ষম বলে দাবি করছেন তারা। জানা যাচ্ছে, করোনার থেকেও পাঁচ গুণ ছোট জীবানুনাশক কণা ব্যবহার করে এই তোশক তৈরি করা হয়েছে। যার পোশাকি নাম ‘ভাইরাক্লিন’।

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা প্রতিরোধ করতে সাধারণ মানুষের হাতিয়ার মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাওয়াই মেনে চলার চেষ্টা করছেন বিশ্ববাসী। একই সঙ্গে ভাইরাস ঠেকাতে বাজারে আসছে নিত্যনতুন স্যানিটাইজিং সিস্টেম। তেমনই এক অত্যাধুনিক ডিভাইজ ব্যবহার করে আপাতত আলোচনার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জানা যাচ্ছে, মেসিকে এবার করোনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিলো তোশক।

মাত্র চার ঘণ্টার মধ্যে করোনার জীবাণু মারতে সক্ষম এই তোশক। ‘টেক মুন’ নামের সেই তোশক লিওনেল মেসি, সল নিগেজ ও সার্জিও আগুয়েরোকে উপহার হিসেবে দিয়েছে প্রস্তুতকারক সংস্থা। এই তোশক ৯৯.৮৪ শতাংশ করোনার জীবাণু ধংস করতে সক্ষম বলে দাবি করছেন তারা। জানা যাচ্ছে, করোনার থেকেও পাঁচ গুণ ছোট জীবানুনাশক কণা ব্যবহার করে এই তোশক তৈরি করা হয়েছে। যার পোশাকি নাম ‘ভাইরাক্লিন’।

Related Posts

Leave a Reply