২ মাস পর মদের দোকান খুলছে: বাজি ফাটিয়ে উৎসব
কলকাতা টাইমসঃ
করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নেয় ভারত জুড়ে। যার ফলে দীর্ঘ কড়া লকডাউনের পথে হাটতে হয় বিভিন্ন রাজ্যকে। তামিলনাড়ুর বিভিন্ন জেলা দুই মাস যাবৎ সম্পূর্ণ লোকডাউনের পথে যেতে বাধ্য হয়। গত পরশু রবিবার এই রাজ্যের কোয়েম্বাটুর জেলায় লকডাউন শিথিল করে মদের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে সূরা পানের ব্যবস্থার কথা জানতে পেরেই প্রায় উৎসবে মেতে ওঠেন সেখানকার সুরাপ্রেমীরা।
রীতিমতন বাজি ফাটিয়ে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর ব্যবস্থা করা হয় উৎসাহীদের তরফে। প্রসঙ্গত, গত রবিবার তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের নিচে নেমে আসে। এরপরই রাজ্যের ১১ জেলায় মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।