বছরে ২৩০ কোটি টাকার মদ ছিল কিম জং উনের নিত্য সঙ্গী
কলকাতা টাইমসঃ
মাত্র পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মানুষটির ওজন প্রায় ১০০ কেজি। গত কয়েকদিন ধরে ইনিই বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রপ্রধান। তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। নিউইয়র্ক পোস্ট জানাচ্ছে, প্রতিদিন অন্তত ৮০ টি কিং সাইজ সিগারেট সেবন করতেন ৩৬ বছর বয়সী কিম। নানান ধরণের ফাস্ট ফুড এবং ওয়াইন তার অত্যন্ত প্রিয়।
বছর ছ’য়েক আগে জানা যায় মদ্যপানের জন্য কিম জং উনের বাৎসরিক খরচ হয় প্রায় ২৩০ কোটি টাকা। শরীরের মেদ ঝরাতে সার্জারিও করতে হয়েছিল তাকে। ২০১১ সালে বাবার মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার আসনে বসেন। ধূমপায়ী কিম জং ইল দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সূরা প্রেমী এবং ভোজন রসিক হিসেবেও পরিচিতি ছিল তার।