January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করবে ছোট্ট একটা লেবু, সঙ্গে রেখেই দেখুন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

খনও ভেবে দেখেছেন তন্ত্র সাধনা করার সময় লেবুকে কাজে লাগানো হয় কেন? ভাবেননি তো! তাহলে জেনে রাখুন এই ফলটিকে কাজে লাগিয়ে যেমন তন্ত্র-মন্ত্র বলে লোকের ক্ষতি করা সম্ভব, তেমনি একইভাবে নানা উপকারেও লাগানো যেতে পারে। যেমন ধরুন…
১. খারাপ দৃষ্টির কারণে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে: এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির সদর দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। সেই সঙ্গে খারাপ দৃষ্টির কারণে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনাও যায় কমে। প্রসঙ্গত, একই উপকার পাওয়া যায় একটা কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে লেবু চুবিয়ে রাখলেও। এই কারণেই তো খেয়াল করে দেখবেন প্রায় সব দোকানেই হয় লেবু-লঙ্কা ঝোলানো থাকে, নয়তো এক গ্লাস জলে লেবু রাখা থাকে।
২. বাস্তু দোষ কেটে যায়: বাড়ির প্রতিটি কোণায় লেবুর টুকরো রেখে দিলে অথবা বাড়িতে একটা লেবু গাঁছ পুঁতলে গৃহস্থের প্রতিটি কাণায় পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে, যার প্রভাবে খারাপ সময় তো কেটে যায়ই, সেই সঙ্গে ভাগ্যও ফিরতে শুরু করে। ফলে আনন্দে ভরে ওঠে জীবনের প্রতিটি মুহূর্ত। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে বাড়িতে লেবু গাছ এনে রাখলে বাস্তু দোষও কেটে যেতে শুরু করে। ফলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে।

৩. কর্মজীবনে চরম সফলার স্বাদ মেলে: শুনতে হয়তো আজব লাগতে পারে, কিন্তু এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটা লেবুতে চারটে লবঙ্গ গুঁজে দিয়ে দেবের সামনে রেখে যদি একমনে হনুমান চল্লিশা জপ করা যায়, তাহলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে সম্মানও বৃদ্ধি পায় চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু, ৩০ পরতে না পেরতেই যদি সফলতার শৃঙ্গে উঠতে হয়, তাহলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!
৪. ব্যবসায় সফল হতে: হাজারো চেষ্টার পরেও কি ব্যবসায় সফলতা আসছে না? তাহলে বন্ধু আজই একটা লেবু নিয়ে অফিস বা দোকানের চার দেওয়ালে ছুঁইয়ে সেই লেবুটাকে চার টুকরো করে চারটি দিকে ফেলে দিন। এমনটা করলে আপনার আশেপাশে উপস্থিত নেগেটিভ এনার্জির মাত্রা কমতে শুরু করবে। ফলে সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠতে দেখবেন সময়ই লাগবে না। প্রসঙ্গত, পর পর সাতটি শনিবার এই পদ্ধতিটিকে কাজে লাগালে দেখবেন ফল পাবেন একেবারে হাতে-নাতে! 

৫. মনের মতো চাকরি : নানা ভাবে চেষ্টা করার পরেও কি মনের মতো চাকরি জুটছে না? তাহলে বন্ধু বাড়ির প্রতিটি কোণায় এক টুকরো করে লেবু এবং এক বাটি করে সন্ধক লবন রেখে দিন। এমনটা করলে দেখবেন গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠেছে। আর ভাগ্য যখন একবার ফিরে যায়, তখন যেমন মনের মতো চাকরি মিলতে সময় লাগে না, তেমনি মনের ছোট-বড় সব ইচ্ছাও পূরণ হয় চোখের পলকে। তাহলে কি সিদ্ধান্ত নিলেন বন্ধু, জীবনকে সার্বিকভাবে সফল বানাতে লেবুকে কাজে লাগাবেন, নাকি… 

৬. বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়: শুনতে হয়তো আজব লাগতে পারে। কিন্তু বাস্তবিকই লেবুকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো কিন্তু সম্ভব। এক্ষেত্রে একটা লেবু নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ৭ বার ঘোরান। তারপর লেবুটা দু টোকরো করে একটা অংশ পিছনে এবং আরেকটা সামনে ফেলে দিন। এমনটা কয়েকদিন করলেই দেখবেন এমন সব সুযোগ পেতে শুরু করেছেন যে বড়লোক হয়ে ওটার স্বপ্ন পূরণের পথ প্রশস্থ হবেই হবে! 

৭. মানসিক অশান্তি দূরে পালাবে: একেবারে ঠিক শুনেছেন বন্ধু, স্ট্রেস এবং অ্যাংজাইটির প্রকোপ কমাতে বাস্তবিকই লেবুর কোনও বিকল্প হয় না বললেই চলে। কিন্তু কীভাবে সম্ভব এমনটা হয়? এক্ষেত্রে রাত্রে শুতে যাওয়ার আগে ঘরের চার কোণায় এক টুকরো করে লেবু রেখে দিতে হবে, তাহলেই দেখবেন কেল্লা ফতে! আসলে এমনটা করলে সারা ঘরে লেবুর অন্দরে থাকা সিট্রিক অ্যাসিডের গন্ধ ছড়িয়ে পরে, যে কারণে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে অ্যাংজাইটির প্রকোপ কমতেও সময় লাগে না। 

৮. রোগ-ব্যাধি সব দূরে পালাবে: এমনটা বিশ্বাস করা হয় যে একটা লেবু নিয়ে তা সারা শরীরে ঘষে যদি ফেলে দেওয়া যায়, তাহলে ছোট-বড় সব রোগ দূরে পালাতে সময় লাগে না। আসলে এমনটা করা মাত্র রাহুর দোষ কেটে যায়। ফলে শরীর চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না। প্রসঙ্গত এই ঘরোয়া টোটকাটিকে যদি টানা ৪১ দিন কাজে লাগানো যায়, তাহলে তো কথাই নেই! 

৯. খারাপ স্বপ্ন আসা বন্ধ হবে: আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা খারাপ স্বপ্ন দেখার কারণে রাত্রে ঠিক মতো ঘুমতে পারেন না। আর ঠিক মতো ঘুম না হওয়ার কারণে মন-মেজাজ যেমন বিগড়ে যায়, তেমনি নানা রোগ ঘারে চেপে বসে। তবে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে কিন্তু! কী উপায়? এক্ষেত্রে একটা সবুজ লেবু, বালিশের তলায় রেখে শুতে হবে, তাহলেই দেখবেন খারাপ স্বপ্ন আসা বন্ধ হয়ে গেছে। তবে লেবুটা যখন শুকিয়ে যাবে, তখন খেয়াল করে সেটি বদলে ফলতে ভুলবেন না যেন! 

Related Posts

Leave a Reply