February 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

লকডাউনে কাছে থেকেও দূরে, অশনি সংকেত সম্পর্কে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কডাউনের কারণে মানুষ এত বেশি ডিপ্রেসেড হয়ে যাচ্ছে যে, অন্য সময়ের তুলনায় শারীরিকভাবে কম মিলিত হচ্ছে। এমনি কথা জানালেন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ডিউরেক্স কনডমের প্রধান রেকিট বেনকিজার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লক্ষণ নারাসিমহন এ ব্যাপারে বলেন, ব্রিটেন সহ বেশিরভাগ দেশের বাজারে কনডম বিক্রি কমে গেছে। চলতি বছরের মার্চে লকডাউনের কারণে মানুষ শারীরিকভাবে মিলিত হওয়ার সুযোগ সেভাবে না পাওয়ার জেরে এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

লকডাউনের ফলে দম্পতিরা অন্য সময়ের চেয়ে কম ঘনিষ্ঠ হচ্ছে বলেও মনে  করেন লক্ষণ নারাসিমহন। তিনি বলেন, অন্তরঙ্গ হওয়ার বিভিন্ন কারণ এখন হ্রাস পেয়েছে। করোনাভাইরাসের কারণে উদ্বেগে থাকার ফলেও এ ধরনের প্রভাব পড়ছে।

তবে ডিউরেক্স প্রধান নির্বাহী মনে করেন, জীবাণুনাশক থেকে শুরু করে কাশির ওষুধ বেশি হারে বিক্রি হচ্ছে। ইতালি এবং ব্রিটেনে লকডাউনের ফলে দম্পতিরা ঘনিষ্ঠ হওয়ার হার সবচেয়ে কম। চীনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের জেরে যুক্তরাজ্যে মানুষজন ঘনিষ্ঠ হওয়ার মতো যত অনুষ্ঠান, সেগুলোর আয়োজন একেবারে তলানিতে ঠেকেছে। গত ২৩ মার্চ থেকে ব্রিটেনে লকডাউন শুরুর পর যারা আলাদা বাড়িতে থাকেন, তারা একে অন্যের সঙ্গে দেখা করারই সুযোগ পাচ্ছে না।

এমনকি কেবল সম্পর্ক গড়ে উঠতেই অনেককে সিদ্ধান্ত নিতে হয়েছে- লকডাউনের দিনগুলোতে তারা একসঙ্গে কাটাবেন নাকি আলাদা থাকবেন।

Related Posts

Leave a Reply