পাকিস্তানিদের হাতে ভাংচুর লন্ডনের ভারতীয় দূতাবাস
কলকাতা টাইমসঃ
লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা চালালো একদন ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানি। দূতাবাসের সামনে তারা কাশ্মীর ইস্যু নিয়ে বিক্ষোভ দেখতে থাকে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেনা তারা। বিক্ষোভের সময় তারা ভারতীয় দূতাবাসের জানালার বেশ কয়েকটি কাঁচ ভাঙেন বলে অভিযোগ।
ব্রিটেন পুলিশ জানাচ্ছে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজারের মতো ব্রিটিশ-পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে। তাদের কর্মসূচিটির নাম দেওয়া হয়েছিল ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ শেলিং ইন কাশ্মীর’। এসময় দূতাবাসকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা।