February 23, 2025     Select Language
Uncategorized

পাত্রী খুঁজছেন সাড়ে ৪০০ কেজির পাকিস্তানী হাল্ক  

[kodex_post_like_buttons]

 

কলকাতা টাইমসঃ

পাত্রী খুঁজছেন সাড়ে ৪০০ কেজির পাকিস্তানী হাল্ক। দাবি একটাই পাত্রীকেও হতে হবে তার ওজনের সঙ্গে মানানসই। বিশাল বপুর ওই পাকিস্তানী পাত্রের নাম আরবাব খাইজার হায়াত। ইতিমধ্যেই ২৭ বছর বয়সী এই তরুণ ৩০০ জন তরুণীকে না করে দিয়েছেন। কারণ, তাদের কারোরই ওজন ১০০ কেজির বেশি নয়। শুধু কি ওজন? একই সঙ্গে পাত্রীর উচ্চতা প্রয়োজন ৬ ফুট ৪ ইঞ্চি। এখনো পর্যন্ত সবটাই অমিল।

আরবাব জানান, গত ৭ বছরে ধরে আমি হন্যে হয়ে আমার হবু স্ত্রীকে খুঁজেছি। নিজের বৃহৎ বপুর যত্নে তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে- ৪টি মুরগি, ৩৬টি ডিম, ৩ কেজি বিফ এবং ৫ লিটার দুধ। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ারস্বপ্ন দেখেন এই তরুণ।

Related Posts

Leave a Reply