ব্রেক্সিটে হার: আগাম নির্বাচনে বরিস জনসনের ব্রিটেন
কলকাতা টাইমসঃ
কপালে চিন্তার ভাঁজ বরিস জনসনের। ব্রিটিশ পার্লামেন্টে ৩২৮ ভোট জিতে গেলেন ব্রেক্সিট বিরোধী এমপিরা। বরিসের পক্ষে ভোট পরে ৩০১টি। বরিসের দল অর্থাৎ টোরি পার্টির ২১ জন এমপি বরিসের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
ভোটে হেরে তড়িঘড়ি দেশে আগাম নির্বাচনের ঘোষণা করে দিয়েছেন বরিস। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে হবে। তার আগেই নির্বাচন করে নতুন পথ খোঁজার চেষ্টায় ব্রিটেনের প্রধানমন্ত্রী। আশংকা করা হচ্ছে এবার ব্রেক্সিটের সপক্ষেই বিল আনতে পারেন বিরোধীরা। তাই বরিস আগেভাগেই শুনিয়ে রেখেছেন, নতুন কোনো বিলের অনুমতি তিনি দেবেন না।