September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

অভিষেক টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে আফগানিস্তান 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে আজ টেস্ট অভিষেক হলো আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে নিজেদের প্রথম টেস্ট খেলতে নেমেছেন আফগানরা। ভারতীয় সময় সকাল সাড়ে ৯ টায় শুরু হয়েছে ম্যাচ।

তবে আফগান ক্রিকেটের নতুন যুগের সূচনার শুরুতেই ভাগ্যকে পাশে পেলেন না রশিদ খানরা। ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে টসে হেরে গেলেন তারা। অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামা অজিঙ্ক রাহানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ফলে বল হাতেই দ্বাদশ দেশ হিসাবে টেস্টের কুলিন কুলে আত্মপ্রকাশ করলো আফগানরা।

গত বছরের জুনে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়েছে আইরিশদের। গত ১১ মে নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদেশের পর ১৮ বছর বাদে কোনো দলের টেস্ট অভিষেক ঘটে। পাকিস্তানের কাছে ওই টেস্টটি ৫ উইকেটে হারে আয়ারল্যান্ড। এবার আয়ারল্যান্ডের পর বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে টেস্ট খেলতে নামলো আফগানিস্তান। দিন কয়েক আগেই দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তাই বেশ ফুরফুরে মেজাজেই বিশ্বের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামলো যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

নিজেদের প্রথম টেস্টটি স্মরণীয় করে রাখার কথা জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই। তিনি বলেছেন, ‘সত্যি আমাদের দারুণ একটি দিন সামনে আসছে। ক্রিকেটের আসল লড়াই হলো টেস্ট। আমরা টেস্টটি স্মরণীয় করে রাখতে চাই। তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

 

Related Posts

Leave a Reply