যতবার বলবেন এই একটা কথা, জীবনে সুফল চমকে দেবে
সম্পর্ক শিথিল হয়ে যাওয়া
সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে গেলে বা শিথিল হয়ে আসলে সাবধান হয়ে যান। এই অবস্থায় বেশিদিন চলতে দিবেন না।
কারণ সম্পর্কে বিরক্তিভাব চলে আসতে পারে।তাসের ঘর
সম্পর্ক ঠিক তাসের ঘরের মতো। যত্ন নিয়ে গড়েতে হয়। আবার দমকা হাওয়ায় ভেঙ্গে যেতে পারে। তাই কোনো ধরনের পদক্ষেপ নেবার সময় সাবধানে নিবেন। এমন কোনো পদক্ষেপ নিবে না যা সম্পর্কে চির ধরায়।
রোম্যান্স
বিয়ে হয়ে গেছে বলে রোম্যান্সের দরকার নেই এমন ভাববেন না। শিকলে আবদ্ধ হয়ে গেছেন না ভেবে রোম্যান্স আনুন সম্পর্কে। ঠিক যেমন সম্পর্কের শুরুতে ছিলেন।
বন্ধুত্ব
জীবনসঙ্গীকে বন্ধু ভাবতে পারেন। নিজের সব মনের কথা সব খুলে বলুন। সম্পর্কেরও উন্নতি হবে।
বোঝাপড়া
নিজেদের মধ্যে বিশ্বাস, সম্মানটা বাড়ান। বোঝাপড়াটাও দৃঢ় করুন। কোনো কিছুই যেনো আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকতে না পারে। ভালোবাসা অটুট থাকবে।
প্রেমিক বা প্রেমিকা
বিয়ে হয়ে গেলো মানে প্রেম শেষ এমন নয়। নিজের প্রেমিক সত্তাটা ধরে রাখুন। হুট করে কোথাও বেড়িয়ে যান। হঠাৎ উপহার বা চলে গেলেন কফি ডেট এ।
ভালোবসি
বিয়ের পরে এই ভোলোবাসি কথাটা অনেকেই ভুলে যায়। এই কথাটি কিন্তু ভীষণ শক্তিশালী। আপনি যতবার এই কথাটি বলবেন তত সম্পর্ক শক্তিশালী হবে।