January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রেমিকা জোটাতে কালঘাম ছুটছে, অগত্যা খোলা হলো ডেটিং-এর কোর্স ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এমন প্রতিষ্ঠানের কথা কেউ আগে কখনো ভেবেছেন? কিন্তু এবার তাই যেন বাস্তব হয়ে গেল। চীনে এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে ডেটিংয়ের নানা কলাকৌশল শেখানো হচ্ছে। চীনের সেই প্রতিষ্ঠানটির দাবি তারা পুরুষদের এমন কিছু কলাকৌশল শেখায়, যা মহিলাদের সামনে নিজেকে আকর্ষণীয় হিসেবে তুলে ধরবে। আর এই কোর্সের ব্যয়ও নেহাত কম নয়, কড়কড়ে সাড় চার হাজার ডলার গুনতে হয় এখানে আসা শিক্ষার্থীদের। এই কোর্সে সুন্দরভাবে কথা বলা থেকে শুরু করে নাচ পর্যন্ত শেখানো হয়।

চীনে ডেটিংয়ের জন্য কোনো মহিলা জোগাড় করা মোটেই সহজ ব্যাপার নয়। কারণ দেশটিতে মহিলার তুলনায় পুরুষের সংখ্যা বেশি। দীর্ঘদিন ধরে প্রচলিত একসন্তান নীতির কারণেই পুরুষের সংখ্যা বেড়ে গেছে দেশটিতে। আর এই কারণে বহু যোগ্য পুরুষই কোনো মহিলার সন্ধান পাচ্ছেন না। এই অবস্থায় চীনের লাভ এনার্জি নামে সেই প্রতিষ্ঠানটি পুরুষদের শেখাচ্ছে, কিভাবে মহিলাদের সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হবে। অনলাইনে এবং ক্লাসরুমেরও এই শিক্ষার ব্যবস্থা রয়েছে।

 

Related Posts

Leave a Reply