January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মৃত্যুর পরও কথা বলল ভালোবাসার মানুষটি?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : মার্কিন নভেলিস্ট জেল মেরিল ফরেস্ট মৃত্যু পরবর্তী জীবন বা ভূতের গল্পে বিশ্বাস করতেন না।  কিন্তু সম্প্রতি তার জীবনে এমন এক ঘটনা ঘটে গেল যে, এ কথা মানতে বাধ্য হলেন মেরিল।

নিজের জবানবন্দিতে হাড় হিম করা ঘটনার বিবরণ শুনিয়েছেন নভেলিস্ট।  এ খবর ডেইলি মেইলে ফলাও করে প্রকাশিত হয়েছে। 

আমার স্বামী মারা গিয়েছেন পাঁচ মাস আগে।  আমাদের বিবাহিত জীবন খুবই সুখের ছিল।  সম্প্রতি আমি রান্নাঘরে বসেছিলাম।  হলঘরের দরজা খোলাই ছিল।হঠাৎ ঘরের তাপমাত্রা কেমন করে জানি নেমে গেল।  ঠাণ্ডা লাগতে শুরু করল। সেদিনটা রোদ উঠেছিল ভালোই।  ঠাণ্ডা লাগার কথাই নয়।  আমি মুখ তুলে উপরের দিকে চাইতেই চমকে উঠলাম।

অবিকল আমার মৃত স্বামীর মতো একটি আবছা অবয়ব।  আমি প্রথমটা চমকে উঠলেও তাকে দেখে আমার ভয় হয়নি।  বললাম যে, আমি তাকে কতটা ভালোবাসি।  আই মিস হিম।  

আমার দিকে দু’হাত বাড়িয়ে দিলেন তিনি।  তারপরই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। খেয়াল করলাম, আর ঠাণ্ডা লাগছে না।

Related Posts

Leave a Reply