ভক্তদের যুদ্ধ বিবারের মোমের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত মাদাম তুসোর
কলকাতা টাইমস :
বিশ্বজুড়ে তার প্রভাব এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখে মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছিল তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ১৯ বছর বয়সী পপ তারকা জাস্টিন বিবারের মোমের মূর্তি। সম্প্রতি বিবারের মোমের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল মাদাম তুসো জাদুঘরের কর্তৃপক্ষ। বিবারের মূর্তি রাখতে হিমশিম খেতে হচ্ছে জাদুঘর কর্তৃপক্ষের। কারণ বিবারের ভক্তরা জাদুঘরে ঢুকেই বিবারের মূর্তিকে একটুখানি ছোঁয়ার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেন। বিবারের মূর্তিকে জড়িয়ে ধরে ছবি তোলা, কখনো তার আলতো ছোঁয়ার স্পর্শ পাওয়ার চেষ্টা করতে গিয়ে মূর্তি বিবারের এখন যাচ্ছেতাই অবস্থা। এজন্য বিবারের মোমের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদাম তুসোর জেনারেল ম্যানেজার ব্রেট পিডজন বলেন, “বিবারের মূর্তি সরিয়ে ফেলাটা হতাশার। আশা করছি নিকট ভবিষ্যতে একজন পরিণত জাস্টিনকে আমরা স্বাগত জানাতে পারব।