January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অবসরে গেল সাত বছরের রক্ষাকর্তা ‘মাগাওয়া’

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ম্বোডিয়ায় স্থলমাইন ও অবিস্ফোরিত বোমা খুঁজে বের করার জন্য স্বর্ণপদক জেতা ইঁদুর ‘মাগাওয়া’ অবসরে গেল। পাঁচ বছরে আফ্রিকান ইঁদুরটি ৭১টি ল্যান্ডমাইন ও কয়েক ডজন বোমা উদ্ধার করেছে।

এ কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটেনের পশু চিকিৎসাসংক্রান্ত দাতব্য সংস্থা (পিডিএসএ) ইঁদুরটিকে স্বর্ণপদকে ভূষিত করে।

ইঁদুরটিকে প্রশিক্ষণ দিয়েছিলেন ম্যালেন। তাঁর কথায়, সাত বছর বয়সী ‘মাগাওয়া’র এখন  বার্ধক্যকাল। সম্মানার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইঁদুরটিকে পদক দেওয়ার অনুষ্ঠান পিডিএসএর ওয়েবসাইটে সম্প্রচারিত হয়েছিল। সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য পিডিএসএ আগেও অনেক প্রাণীকে এই পুরস্কার দিয়েছে। কিন্তু ইঁদুরদের মধ্যে মাগাওয়াই প্রথম ওই পুরস্কার জেতে।

মাগাওয়ার ওজন ১.২ কেজি আর দৈর্ঘ্য ২৮ ইঞ্চি। এর জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকার তাঞ্জানিয়ায়। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জানিয়াভিত্তিক আপোপো নামের একটি দাতব্য সংস্থায় অন্যান্য প্রাণীর সঙ্গে প্রশিক্ষণ দিয়ে একে কাজের জন্য প্রস্তুত করা হয়। এক বছর প্রশিক্ষণের পর কাজের জন্য প্রস্তুত হয় মাগাওয়া। ইঁদুরের অনেক জাতের চেয়ে এটি আকারে বড়সড় হলেও স্থলমাইন খোঁজার জন্য এর আকৃতি ঠিকঠাক।

ধারণা করা হয় কম্বোডিয়ায় ৬০ লাখেরও বেশি ল্যান্ডমাইন আছে। মাইন খোঁজার তরুণ ইদুরদের একটি ব্যাচের গত সপ্তাহে প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে আপোপো

Related Posts

Leave a Reply