November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হট্টগোলে বাদ দিয়েই শোনাবে ম্যাজিক ইয়ারবাড

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ক্যাম্পাসে বসে আছেন। হেডফোন কানে দিয়ে শুনতে চাইছেন প্রিয় কোন শিল্পীর গান। তবে তাতে বাধ সাধছে আপনার আশ-পাশে থাকা ভার্সিটির সহপাঠীরা। ওদের হইহুল্লোড আর মশকারীতে যাচ্ছেতাই পরিবেশ পুরো ক্যাম্পাসের পরিবেশ।অথচ এত হট্টগোলের মধ্যেও আপনার অবস্থা এক দম শীতল।এবং শোনাও হচ্ছে প্রিয় কোন গায়কের গান।এধরনের অস্বস্থিকর পরিবেশে আপনার চরমে ওঠা মেজাজকে প্রিয় গান শোনার ব্যবস্থা করে দিতে শিগগিরই বাজারে আসছে ম্যাজিক ইয়ারবাড। বিশেষ এই ইয়ারবাডের সহায়তায় আশপাশের পরিবেশের অযাচিত শব্দ বাদ দিয়ে বা কমিয়ে নির্বিঘ্নে শোনা যাবে প্রিয় গান।

টেক প্রতিষ্ঠান ‘ডপলার ল্যাবস’ নতুন ধরনের এই ওয়্যারলেস ইয়ারবাড বাজারে নিয়ে আসছে। ইয়ারবাডগুলোর মূল্য ধরা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। ম্যাজিক ইয়ারবাড সর্ম্পকে টেক বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানায়, ইয়ারবাডগুলো অ্যালগরিদমের জটিল হিসাব-নিকাশের মাধ্যমে শ্রোতা কোন শব্দ শুনতে চায় আর কোনটি তাকে বিরক্ত করে তা নির্ণয় করবে। সঙ্গে একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অযাচিত শব্দের ফ্রিকোয়েন্সি কমিয়ে শ্রোতাকে তার কাঙ্ক্ষিত শব্দ শোনাবে ইয়ারবাডগুলো। আর এই পুরো ব্যাপারটিতে সময় লাগবে মাত্র ৩০ মাইক্রোসেকেন্ড! য়ারবাড উদ্ভাবনের প্রকল্পে লাইভ নেশন এন্টারটেইনমেন্ট, ডব্লিউএমই বা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো প্রায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে কবে নাগাদ তা বাজারে আসবে তা এখানো জানা যায়নি।

Related Posts

Leave a Reply