January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতের রাজীনীতিতেও ‘মহাদেব’ ছায়া 

[kodex_post_like_buttons]

ছত্তীসগঢে় বাজেয়াপ্ত ৫ কোটি টাকা

কলকাতা টাইমস : 

ভারতে নির্বাচন প্রভাবিত করার জন্য অর্থ প্রদানের অভিযোগ উঠল এই মহাদেব বেটিং অ্যাপ সংস্থার বিরুদ্ধে৷ ৭ নভেম্বর ছত্তীসগঢে়র বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ৷ তার মাত্র পাঁচ দিন আগে, রাজ্যে ৫ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই অর্থ এক বিশেষ রাজনৈতিক দলের নির্বাচনী খরচের জন্য পাঠানো হয়েছিল৷ সংযুক্ত আরব আমিরশাহি থেকে এই অর্থ পাঠিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রতিষ্ঠাতারা৷ নগদ বাজেয়াপ্ত প্রসঙ্গে বৃহস্পতিবার ইডির এক কর্তা বলেছেন, “এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইডি, সংযুক্ত আরব আমিরশাহি থেকে মহাদেব অ্যাপের প্রবর্তকদের পাঠানো এক ব্যক্তিকে আটক করেছে৷ কুরিয়ার হিসাবে কাজ করছিল সে৷ রায়পুরের এক হোটেলে থেকে তাকে আটক করা হয়েছে৷ সেই সময় তার গাডি় থেকে তার কাছে নগদ ৩.১২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এছাড়া, ভিলাইয়ে তার এক গোপন আস্তানা থেকে আরও নগদ ১.৮ কোটি টাকা পাওয়া গিয়েছে৷”
ওই কর্তা আরও জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে ছত্তীসগঢে় বিপুল পরিমাণ নগদ পাঠাচ্ছে এই বেটিং অ্যাপের প্রবর্তকরা৷ এর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে৷ সেই অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ প্রায় ১০ কোটি! এই অর্থ সরবরাহের পিছনে একাংশের সরকারি কর্মচারীদের ভূমিকা থাকতে পারে বলেও সন্দেহ করছে কেন্দ্রীয় সংস্থাটি৷
চলতি বছরের সেপ্টেম্বরে, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকার সোনার বার, গয়না এবং নগদ উদ্ধার করেছিল ইডি৷ অ্যাপটির প্রবর্তক, সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকে৷ কিন্ত্ত, তারা দুজনেই আদতে ছত্তীসগঢে়র ভিলাইয়ের বাসিন্দা৷ ইতিমধ্যেই, এই অ্যাপটির সঙ্গে জডি়ত আর্থিক দুর্নীতির মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ ইডির সন্দেহ, এর সঙ্গে একাংশের পুলিশ কর্মী, রাজনীতিবিদ এবং সরকারি আমলারাও জডি়ত আছেন৷ রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মার মতো বলিউড সেলিব্রিটিদেরও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে সৌরভ চন্দ্রকারের বিয়ে ছিল৷ ২০০ কোটি টাকা খরচ করা হয়েছিল সেই বিয়েতে৷ সেখানে বেশ কয়েকজন বলি তারকা পারফর্ম করেছিলেন৷ এর জন্য তাদের অর্থ প্রদান করা হয়েছিল হাওয়ালা লেনদেনের মাধ্যমে বলে দাবি ইডির৷ সেই মামলার তদন্তের মধ্যেই, এবার নির্বাচনে বেআইনি অর্থ প্রদানের অভিযোগও উঠল মহাদেব অ্যাপের বিরুদ্ধে৷

Related Posts

Leave a Reply