করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের অন্যান্য দেশকে টপাটপ টপকে যাচ্ছে মহারাষ্ট্র
কলকাতা টাইমসঃ
করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের অন্যান্য দেশকে টপাটপ টপকে যাচ্ছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম থেকেই শীর্ষস্থান ধরে রেখেছে হারাষ্ট্র। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এদিনই আক্রান্তের সংখ্যায় তারা ছাপিয়ে গিয়েছে এশিয়ার অন্যতম করোনা আক্রান্ত দেশ কানাডাকেও। শুধু মহারাষ্ট্ৰেই বর্তমানে মোট করোনা আক্রান্ত ৯৭,৬৪৮ জন মানুষ।
অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যায় ১১ হাজারের দোরগোড়ায় ভারত। টানা ৯ দিন ৯ হাজারের কোটায় ব্যাটিং করার পর এবার ১০ হাজারের গন্ডি ছাড়িয়ে প্রবল বিক্রমে এগিয়ে চলেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জন মানুষের। আজ পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ২,৯৭,৫৩৫ জন। মৃত ৮,৪৯৮।