সাঁইবাবাকে সরিয়ে অপমান, উত্তাল এই রাজ্য

কলকাতা টাইমস :
শিরডি ‘সাঁইবাবাকে অপমান’! মহারাষ্ট্রে একযোগে সরব কংগ্রেস ও বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর কয়েকটি মন্দির থেকে শিরডি সাঁইবাবার মূর্তি সরানো হয়েছে বলে অভিযোগ। তার জেরে উত্তাপ ছড়াল ভোটমুখী মহারাষ্ট্রের রাজনীতিতে। ঠিক কী ঘটেছে?
সাঁইবাবার মূর্তি সরানোর ঘটনায় বিজেপি প্রতিবাদে নামলেও ওই কাজে অভিযুক্ত একটি হিন্দুত্ববাদী সংগঠন। কংগ্রেস অভিযোগ করেছে, ‘সন্তান রক্ষক দল’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন বারাণসীর ঘটনার জন্য দায়ী। ওই সংগঠনের সদস্যেরা দাবি করেন, সাঁইবাবা দেবতা নন, মানুষ। তাই মন্দিরে দেবতাদের সঙ্গে তাঁর পুজো করা যাবে না। এর বিরোধিতা করে কংগ্রেসের পরিষদীয় দলনেতা বালাসাহেব থোরাট বলেন, “সাঁইবাবা জাত, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে ছিলেন। বারাণসীতে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।” ড্যামেজ কন্ট্রোলে গেরুয়া দলও আসরে নেমেছে। মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে বুধবার বিবৃতি দেন, সাঁইবাবা এক জন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মতো সাধককে অপমান করার অধিকার কারও নেই। সাঁইবাবার মূর্তি অপসারণের কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।