January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই দেশে গান্ধির সঙ্গে যা করা হল তার তীব্র নিন্দা করলো ভারত

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ত বছর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ফের বিদেশের মাটিতে গান্ধী মূর্তি ভাঙার ঘটনা সামনে এল। এবার কানাডার রিচমন্ড হিলে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙল একদল দুষ্কৃতী। এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে ভারতের তরফে। কানাডার ভারতীয় দূতাবাস টুইট করে, গান্ধী মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজে কানাডার প্রবাসী ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রিচমন্ড হিলে একটি বিষ্ণু মন্দির রয়েছে। মন্দির চত্বরের মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মূর্তি ভাঙার পাশাপাশি একাধিক আপত্তিকর কথা লেখা হয়েছে স্থাপত্যটির গায়ে। খবর পাওয়া মাত্র স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ১৫ মিনিট নাগাদ পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। যদিও ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে। অভিযুক্তদের ধরতে ঘটনার তদন্ত নেমেছে কানাডা পুলিশ।

ঘটনার নিন্দা করে কানাডার ভারতীয় দূতাবাস টুইট করে, “রিচমন্ড হিলের বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধী মূর্তির অপবিত্রতায় (মূর্তি ভাঙা) আমরা মর্মাহত। অপরাধমূলক ঘটনা। এই ঘৃণ্য কাজ কানাডার ভারতীয় সম্প্রদায়ের ভাবাবেগে গভীরভাবে আঘাত করেছে।” ওই টুইটে আরও বলা হয়, “এই ধরনের অপরাধমুলক ঘটনা কানাডার বাসিন্দা ভারতীয়দের আতঙ্কিত করছে।” ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে কানাডা সরকারের কাছে। কানাডা পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব অপারাধী ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

Related Posts

Leave a Reply