মেরে ফেলতে হবে মহেন্দ্র সিং ধোনির আড়াই হাজার করোকনাথ মুরগি !
কলকাতা টাইমসঃ
ভারতের অন্তত ১০ টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই কিছু জায়গায় মুরগির ডিম এবং মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। অবসরের পর থেকেই বিশ্বের সবচেয়ে দামি এবং স্বাস্থকর মুরগির ব্যবসা শুরু করেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই মুরগির নাম করোকনাথ। কিন্তু বর্তমানে বার্ড ফ্লু আবহে তার সমস্ত মুরগির অর্ডার বাতিল করে দিয়েছেন ধোনি।
জানা যাচ্ছে ধোনির মহাজনের হ্যাচারিতে বার্ড ফ্লু থাবা বসিয়েছে। যেখান থেকে ধোনিকে করোকনাথের ছানা সাপ্লাই করা হয়। যার ফলে ধোনির করোকনাথ ফার্মের অন্তত আড়াই হাজার মুরগিকে মেরে ফেলা হতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।
সবচেয়ে দামি মুরগির ডিম এবং মাংস এই কড়কনাথের। কোটা এবং রাজস্থান সহ দেশের কড়কনাথ মুরগির ব্যবসায়ীর মতে বাজারে এই মুরগির মাংস ও ডিমের চাহিদা বেশি। তুলনায় যোগান কম। মাংসের দাম কখনো কখনো খাসির মাংসের কাছাকাছি পৌঁছে যায়। বর্তমানে একটি কড়কনাথ মুরগির ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা।