November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

নিজেকে একজন ব্যর্থ এবং অবৈধ সন্তান  বলে দাবি করলেন মহেশ ভাট !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিজেকে একজন মুসলিম মায়ের অবৈধ সন্তান বলে দাবি করেছেন বলিউড পরিচালক মহেশ ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকরে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান খোলামেলা কথা বলেছেন তিনি।

মহেশ ভাট বলেন, ‘আমি ঠিক জানি না বাবা বলতে ঠিক কী বোঝায়। বাস্তবে আমার জীবনে বাবার কোনও অস্বিত্ব নেই। আমার মনে আমার বাবার কোনও স্মৃতিও নেই। তাই একজন বাবার ঠিক কেমন হওয়া উচিত তা আমি জানি না। আমার মা শিরিন মুহাম্মদ আলির আমি অবৈধ সন্তান।’ প্রসঙ্গত মহেশ ভাটের মা শিরিন মুহাম্মদ আলি ছিলেন একজন গুজরাটি অভিনেত্রী। আর মহেশ ভাটের বাবার নাম নানাভাই ভাট। গুজরাটি ব্রাহ্মণ পরিবারে যার জন্ম। তিনিও একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

প্রসঙ্গত, মহেশ ভাট নামটিও তিনি তার বাবা নানাভাই ভাটের সূত্রেই পেয়েছেন। মহেশ ভাট বলেন, আমি একবার আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে আামার নামের অর্থ কী? তখন মা আমায় বলেছিলেন, যে এর অর্থ আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করে বলব। আমি অপেক্ষা করেছিলাম, উনি আমায় আমার নামের অর্থ জেনে বলেছিলেন। মহেশ অর্থাৎ মহা+ঈশ। এর অর্থ ঈশ্বরের ঈশ্বর। যদিও শৈশবে আমি গণেশকে বেশ পছন্দ করতাম। আমি ছেলেবেলায় ছোট্ট গণেশের মূর্তি বালিশের তলায় রেখে ঘুমোতাম। তিনি আমার ভীষণ প্রিয় ছিলেন। গণেশের বাবার মতোই আমার কাছে আমার বাবাও আগন্তুক ছিলেন।

এখানেই শেষ নয়, সাক্ষাৎকারে কিছুটা আক্ষেপের সুরে মহেশ ভাট বলেন, ‘আমি আমার ময়ের স্বপ্নের সন্তান হতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি স্কুলে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম না। আমি একটা ভালো চাকরি জোটাতে পারিনি। যখনই আমি আমার নিজের মুখোমুখি হয়েছি, আমার আত্মপরিচয় সম্পর্কে জেনেছি, তখনই হোঁচট খেয়েছি।

 

Related Posts

Leave a Reply