মাহি গিলের বলিউড কেরিয়ার শেষ করে দিয়েছে দাবাং!
কলকাতা টাইমসঃ
বলিউডের ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে একটি সালমান খান অভিনীত ‘দাবাং’। অথচ সেই ছবিই কিনা মাহি গিলের বলিউড ক্যারিয়ার শেষ করে দিয়েছে বলে দাবি করেছেন নায়িকা নিজেই। বিষয়টা অবাক হওয়ার মতো হলেও মাহি গিল কথাটা বলেছেন ছবিতে তার পার্শ্বচরিত্রে অভিনয় করা নিয়ে।
অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন মাহি গিল। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। এরপর দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্ব চরিত্র করেন তিনি। মাহি জানিয়েছেন, দেব ডি করার পর তিনি বহু পুরস্কার পান, অফারেরও বন্যা বইছিল। প্রযোজক, পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু দাবাং-এর পর তারাই চাইলেন তাকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে। ক্যারিয়ারের দৌঁড়ে এই পিছিয়ে পড়ার কারণে সালমান খানের দাবাং ছবিকেই দায়ী করছেন নায়িকা। মাহি বলছেন, তাঁর ভীষণ খারাপ লেগেছিল, বুঝতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। তিনি ভাগ্যে বিশ্বাস করেন, মনে করেন, এমনটাই বোধহয় হওয়ার ছিল। দাবাং-এ কাজ করার জন্য তখন আফসোস হয়েছিল তার।
দাবাং-এ আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিক্যুয়েল দাবাং ২-তে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু পরিচালক আরবাজ এসে বলেন, ছবিতে তাঁর চরিত্র থাকা জরুরি। তখন আর না করেননি। আগামী ২৭ তারিখ মুক্তি পাবে মাহির ছবি ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার থ্রি’। তার আশা, এই ছবি আবার তাকে ফিরিয়ে আনবে আলোকবৃত্তের নীচে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।