১০ মাসের একরত্তির সাথে গৃহকর্মীর এমন ভয়াবহতা, অবাক পুলিশিই
কলকাতা টাইমস :
বাবা-মায়ের অনুপস্থিতিতে ১০ মাসের শিশুর ওপর ভয়াবহ অত্যাচার চালিয়েছে এক গৃহকর্মী। শিশুটিকে তুলে আছাড় মেরেছে সে। ওই দৃশ্য ধরা পড়েছে সিসি টিভির ফুটেজে। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে। পুলিশ এরই মধ্যে ওই গৃহকর্মীকে গ্রেফতার করেছে।
পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তার স্ত্রী নবমিতা ভট্টাচার্য। দেবাশিস পেশায় চিকিৎসক। তিনি বাকুড়া জেলায় কর্মরত। তার স্ত্রী নবমিতাও সরকারি চাকরি করেন। তাদের ১০ মাসের মেয়েকে গৃহকর্মীর কাছে রেখে অফিসে যেতেন।
সন্তানকে গৃহকর্মী কেমন যত্নে রাখে, তা জানতে বাড়িতে সিসি ক্যামেরা লাগান ওই দম্পতি। সিসি ক্যামেরায় নজরদারির খবর অবশ্য ভাবতেও পারেনি ওই গৃহকর্মী। তাতেই ধরা পড়ে ওই নির্মম অত্যাচারের দৃশ্য।
সম্প্রতি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই দম্পতির। দেখা গেছে, ১০ মাসের শিশুটিকে কোনো অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালায় ওই গৃহকর্মী। তাকে মাথার ওপর তুলে ঘুরিয়ে বিছানার ওপর সজোরে আছাড় মারতেও দেখা গেছে।
এমন অত্যাচারের দৃশ্য দেখে তখনই পাঁশকুড়া থানায় অভিযোগ করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ গৃহকর্মী কল্পনাকে গ্রেফতার করে। কেন কল্পনা ১০ মাসের শিশুর ওপর এমন নির্মম অত্যাচার চালাতো তার তদন্ত শুরু করেছে পুলিশ।