ভারতীয় আইনে বড়ো পরিবর্তন, শিশু ধর্ষণের শাস্তি এখন ফাঁসি
নিউজ ডেস্কঃ
১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণে এখন থেকে ফাঁসির আদেশ দিতে পারবে ভারতীয় আদালত। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংক্রান্ত অর্ডিন্যান্স পাশ হয়ে যায়। যার ফলে শিশু ধর্ষণে এখন আরও করা আইনের সামনা সামনি হতে হবে ধর্ষককে।
প্রসঙ্গত, কাঠুয়া সুরাট সোহো দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। একই সঙ্গে কাঠুয়া কাঁদে বিজেপির নেতৃত্ব স্থানীয়রা জড়িয়ে পড়ায় প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দিন কয়েক আগেই কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী মেনকা গান্ধী জানিয়ে ছিলেন, নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির শাস্তি চায় তার মন্ত্রক।
পুরোনো আইনে এতদিন পর্যন্ত ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের ক্ষেত্রে সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন। এবার বিচার শেষে ফাঁসির সাজাও শোনাতে পারবেন বিচারক।