জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বড়োসড়ো রদবদল
কলকাতা টাইমসঃ
হঠাৎই জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বড়োসড়ো রদবদল ঘটালেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কিছুদিন আগেই নেতৃত্বে বদল চেয়ে সোনিয়াকে চিঠি দিয়েছিলেন একদল বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। সেই নেতাদের গুরুত্বপূর্ণ পদ থেকে কার্যত অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এক বিদ্রোহী নেতা জিতিন প্রসাদকে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ডের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তেলেঙ্গানার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল অনুগত মনিক্কাম টেগোরকে। পাঞ্জাবের দায়িত্ব পেয়েছেন হরিশ রাওয়াত। কেরালা এবং লাক্ষাদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনোয়ারকে। আসামে জিতেন্দ্র সিং এবং অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন ওমান চন্ডী। সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর ঘাড়ে বর্তালো সমগ্র উত্তরপ্রদেশের দায়িত্ব। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই গান্ধী পরিবারের অনুগত বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।