বিশ্বের বিরলতম সাদা জিরাফের করুন পরিণতি
কলকাতা টাইমসঃ
বিশ্বের বিরলতম সাদা জিরাফের করুন পরিণতি বোধহয় এভাবেই খবর হওয়ার অপেক্ষায় ছিল। ২০১৭ সালে কেনিয়ায় প্রথম খোঁজ পাওয়া যায় বিশ্বের একমাত্র জীবিত সাদা জিরাফের। ২০১৯ সালে সেই স্ত্রী জিরাফটি জন্ম দেয় দুটি শাবকের। আশায় বুক বাঁধেন বিশ্বের পশুপ্রেমীরা।
এহেনো এই বিরলতম প্রাণীটিও শেষপর্যন্ত লালসার শিকার হলো চোরাকারবারিদের। এক শাবক সহ ওই সাদা জিরাফকে অবলীলায় হত্যা করলো তারা। কেনিয়ার পূর্বাঞ্চলের গ্যারিসা অরণ্যের ঘটনা। মৃত স্ত্রী সাদা জিরাফটির একটি পুরুষ শাবক আপাতত বেঁচে আছে গোটা বিশ্বে। পশুপ্রেমীদের মতে কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে এই ঘটনা অবশ্যই প্রভূত ব্যাঘাত ঘটাবে।