রাজনীতিবিদ ও সরকারি কর্তাদের উপহার গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করলোমালোয়েশিয়া
কলকাতা টাইমসঃ
মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা এখন থেকে উপহার হিসেবে শুধু ফুল ও মিষ্টি গ্রহণ করতে পারবেন। অন্য কোনো উপহার নিতে পারবেন না তারা।সরকারের ভাবমূর্তিতে স্বচ্ছতা আনতে উপহারের ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করলেন মালোয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এর বাইরে কোনো উপহার গ্রহণ করতে হলে তাদেরকে রাষ্ট্রের অনুমতি নিতে হবে। সোমবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান।
মাহাথির বলেন, একটি সাধারণ উপহার গ্রহণ করতেও রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। যদি তাদেরকে মার্সিডিজের মতন দামি কোনো উপহার দেওয়া হয়, তাহলে তা তৎক্ষণাৎ ফেরত দিতে হবে। মাহাথির আরও বলেন, মন্ত্রিসভার সকলেই সরকারি কর্মকর্তা। প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক সচিবদেরও সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে।