November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

মালয়েশিয়াতেও নিষিদ্ধ ঘোষণা করা হলো ‘পদ্মাবত ‘ প্রদর্শন  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এবার মালেশিয়ায় নিষিদ্ধ করা হলো পদ্মাবত। ভারতের সেন্সর বোর্ডের চেয়ারম্যান জামবেরি আবদুল আজিজ জানিয়েছেন, বানসালির ‘পদ্মাবতী’ এমন কিছু দৃশ্য রয়েছে তাতে দেশের মুসলিম ধর্মাবলম্বী মানের ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই মালেশিয়ার মত মুসলিম প্রধান দেশে এই ছবির মুক্তি একটু ঝুঁকির কাজ হয়ে যাবে। সেই ঝুঁকি কোনওভাবেই নিতে রাজি নয় সেন্সর বোর্ড। যদিও দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটাররা ছবিটিকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু এখনই সেই আবেদনে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সেই আবেদনপত্র আপিল কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই বিষয়টি ভেবে দেখা হবে।

সুপ্রিমকোর্টের নির্দেশের পর একাধিক গোণ্ডি পেরিয়ে ভারতে ‘পদ্মাবত’র মুক্তি ঘটেছে বটে। তবে করনি সেনার আন্দোলন কিন্তু থামেনি। এই নিয়ে বিরোধ, অবরোধ, আন্দোলন চলছেই। ভারতের একাধিক রাজ্যে ‘পদ্মাবত’ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ভারতের বাহিরে নতুন সংকটে সঞ্জয়লীলা বনসালির পদ্মাবত।

 

Related Posts

Leave a Reply