জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে অপারগ মালয়েশিয়া

কলকাতা টাইমসঃ
জাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেওয়া সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। সেদেশের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে শনিবার একটি বৈঠক করেন জাকির নায়েক। সেখানেই তাকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানা যায়, জাকির নায়েককে ইতোমধ্যেই স্থায়ী নাগরিকের মর্যাদা দিয়েছে মালয়েশিয়া। সেদেশের কোনো আইন লঙ্ঘন না করা পর্যন্ত তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে না বলে জানিয়ে দেন সে দেশের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
এদিকে, জাকির নায়েক ইস্যুতে এবার দেশের সরকারের পাশে দাঁড়াল মালয়েশিয়ার শাসকদল পিপিবিএম। দলের অন্যতম নীতি নির্ধারক রাইস হুসেনের মতে, একজন উইঘুর মুসলিম নেতাকে চিনের হাতে তুলে দেওয়া এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া সমার্থক। তাছাড়া জাকির নায়েকের কার্যকলাপ এবং বক্তৃতার মধ্যে ব্যক্তিগতভাবে তিনি ভুল কিছু দেখছেন না বলেও জানিয়েছেন শাসকদলের প্রভাবশালী এই নেতা।