শ্রীলঙ্কার জাতীয় দলে জায়গা হলো না মালিঙ্গার!
নিউজ ডেস্কঃ
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তিতে এবার ৩৩ ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে। তবে তালিকা থেকে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। পাশাপাশি খেলোয়াড়দের ২০১৮-২০১৯ সালের জন্য ৩৪ শতাংশ বেতনও বৃদ্ধি করেছে বোর্ড । এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটে শেষ অর্থবর্ষে আর্থিকভাবে ভালো লাভের পর থেকেই আমরা মনে করেছি যে খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করা উচিত। কারণ লঙ্কান ক্রিকেটের উন্নয়নে তারা বড় অবদান রাখছে।৩৩ জন খেলোয়াড় পাঁচটি ক্যাটাগরির অধীনে রয়েছে – এ, বি, সি, ডি এবং প্রিমিয়ার ক্যাটাগরিতে।
ক্যাটাগরি এ
অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমল, দিমুথ করুণারত্নে।
ক্যাটাগরি বি
উপল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা।
ক্যাটাগরি সি
কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দানঞ্জয় ডি সিলভা, কুশল পেরেলস, থিসারা পেরেরা।
ক্যাটাগরি ডি
আকিলা দানঞ্জয়, দুশমন্থ চামিরা, আসেলা গুণরাত্নে, দানুশকা গুনাথিলাক, নুওয়ান প্রদীপ।
প্রিমিয়ার ক্যাটাগরি
শাদেরা সামারাউইকারমা, রোশন সিলভা, লাহিরু থিরিমাননে, লাহিরু গামেজ, বিশ্ব ফার্নান্দো, লাকসান সান্দাকান, জেফরি বান্দারসে, দসুন শানাকা, কুশল সিলভা, শেহান মাদুশঙ্কা, লাহিরু কুমার, মালিন্থা পুষ্পকুমার, আমিলা আফনসো, ওয়ানিদু হাসারঙ্গা, ঈশুর উদানা, দিলশান মুনাওয়ারা।