তরুণদের সুযোগ দিতে অবসরে মালিঙ্গা, বিপরীত মেরুতে ধোনি !  – KolkataTimes
May 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

তরুণদের সুযোগ দিতে অবসরে মালিঙ্গা, বিপরীত মেরুতে ধোনি ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্মে থাকা সত্বেও তরুণদের দলে জায়গা করে দিতে অবসর নিলেন শ্রীলঙ্কান সুপার পাওয়ার লাসিথ মালিঙ্গা। শুক্রবার কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে ছিলো তার বিদায়ী ম্যাচে। এই ম্যাচে ৩৮ রানে নিয়েছেন ৩ টি উইকেট। মালিঙ্গা নিজে মনে করেন এটাই বিদায় নেওয়ার সেরা সময়। তরুণ বোলারদের মালিঙ্গার পরামর্শ, ‘ম্যাচ উইনিং প্লেয়ার হও।’

শ্রীলংকার নির্বাচক থেকে কোচ-অধিনায়করা সকলেই অনুরোধ করেছিলেন অন্তত বাংলাদেশ সিরিজটা খেলতে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন ৩৫ বছর বয়সী মালিঙ্গা। তার মতে এখনই সময় ওয়ানডে ক্রিকেটকে গুড বাই বলার। একদিকে যখন শ্রীলঙ্কার এই বিস্ময় বোলারের সিদ্ধান্ত নিয়ে আবেগাশ্রু ঝরাচ্ছেন তার ভক্তরা, অন্যদিকে তারই প্রতিবেশী দেশ ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির অবসর নিয়ে দ্বিধাভক্ত ক্রিকেট ভক্তরা।

অনেকেই মনে করেন বিশ্বকাপের পারফর্মেন্সের পর ধোনির উচিৎ ছিলো সম্মানের সঙ্গে অবসর নেওয়া। অথচ তিনি নিজে অবসরের সব জল্পনা উড়িয়ে দিয়েছেন এবং তার ঘনিষ্টজনেরা জনাচ্ছেন আগামী টি-২০ বিশ্বকাপের আগে অবসরের কথা ভাবছেন না মহেন্দ্র সিং ধোনি।

Related Posts

Leave a Reply