November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিরোধী ঐক্যের জট ছাড়াতে  আসরে মমতা, খাড়গেকে ফোন বাংলার মুখ্যমন্ত্রী

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ত ২৩ জুন পাটনায় বিরোধী বৈঠক আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পাটনা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা নিজেও জানিয়েছিলেন, পাটনায় বিরোধীদের আলোচনায় ডাকার ব্যাপারে তিনিই প্রস্তাব দিয়েছিলেন। কারণ, ঐতিহাসিক ভাবে পাটলিপুত্র দেশকে বহুবার পরিবর্তনের পথে নিয়ে গেছে।

সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুতে তামাম বিরোধী বৈঠক ডাকা হয়েছে। এবার আয়োজক হল কংগ্রেস। সদ্য কর্নাটক বিধানসভা ভোটে জিতে আত্মবিশ্বাসী কংগ্রেস কৌশলগত কারণে বেঙ্গালুরুকে বেছে নিয়েছে। সূত্রের সেই বৈঠকের আগেও বিরোধী জোটের  জট ছাড়াতে অনুঘটকের ভূমিকা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেজরিওয়াল সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দড়ি টানাটানি চলছে। কেন্দ্রের হাতে ক্ষমতা রাখতে সংসদে অধ্যাদেশ পেশ করতে চলেছে সরকার। অরবিন্দ কেজরিওয়াল চাইছিলেন কংগ্রেস সংসদে এই অধ্যাদেশের বিরোধিতা করুক।

কিন্তু অজয় মাকেন-সহ কংগ্রেসের রাজ্য নেতারা তা চাইছিলেন না। তাঁদের বক্তব্য, কেজরিওয়ালের অনাচার সীমা ছাড়াচ্ছে। অধ্যাদেশের বিরোধিতা করে আদতে কংগ্রেসের কোনও সুবিধা হবে না। তা কেজরিওয়ালকে আরও রাজনৈতিক ভাবে শক্তিশালী করবে। ভুলে গেলে চলবে না, কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ভাঙিয়ে কেজরিওয়ালের উত্থান হয়েছে।

কিন্তু অরবিন্দ কেজরিওয়াল শর্ত দিয়েছিলেন, কংগ্রেস অধ্যাদেশের বিরোধিতা না করলে তিনি বেঙ্গালুরুর বৈঠকে যাবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁকে বেঙ্গালুরু বৈঠকের জন্য আমন্ত্রণ জানালে, স্পষ্ট করে কোনও কথা দেননি অরবিন্দ কেজরিওয়াল।

এই অবস্থায় শনিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বাঁ হাতে ফুল দেওয়ার মতোই বোঝাতে চেয়েছিলেন, যে কংগ্রেস অধ্যাদেশের বিরোধিতা করবে। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। সূত্রের খবর, এর পরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । খাড়্গেকে তিনি বলেন, কংগ্রেস স্পষ্ট করে অধ্যাদেশের বিরোধিতা করুক।

মমতার ফোনের পর কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ফের অধ্যাদেশের বিরুদ্ধে স্পষ্ট করে বিবৃতি দেন। তিনি জানান, কংগ্রেস সংসদেও অধ্যাদেশের বিরোধিতা করবে। এর পরই বেঙ্গালুরু বৈঠকে যোগ দেওয়ার কথা ঘোষণা করে আম আদমি পার্টি।

Related Posts

Leave a Reply