‘অমিত শাহ ট্রাম্পের থেকেও বড় গুরু’ : মমতা
কলকাতা টাইমস :
কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফর নিয়ে, কিন্তু নিজস্ব স্টাইলে মমতা ব্যানার্জি হঠাৎ করে করেই লাফালেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে ।
বৃহস্পতিবার শাহ পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে এক আদিবাসী পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করেন এবং তারপরে পার্টির নেতাদের সাথে মিটিং করেন। সেই প্রসঙ্গে মমতা মুখ খুললেন কলকাতাতে।
“স্বরাষ্ট্রমন্ত্রী বাকুড়ায় নিমন্ত্রণ খেতে গিয়েছে। পাশাপাশি তিনটি জেলায় চলছে তল্লাশি। কি প্লানিং বাপরে বাপ! ট্রাম্পকেও হার মানিয়ে দেবে। অবশ্য ট্রাম্প হেরে যাচ্ছে, ট্রানজিটে আছে।” -বলেন মমতা।
এমনিতেই মজার মজার কথা বলার অভ্যাস আছে মমতার। কিন্তু হঠাৎ করে অমিত শাহর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পের প্রসঙ্গ টেনে আনলেন কেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
আজ অমিত শাহ যখন বাঁকুড়াতে নিজের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন, ওই সময় পশ্চিমবঙ্গে অনেক জায়গায় তল্লাশি চলে কেন্দ্রীয় সংস্থার।
বাংলাদেশে গরু পাচার কাণ্ডে কলকাতার চার জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আয়কর দপ্তর। এর পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া এবং রানীগঞ্জের কয়লা পাচারের সাথে জড়িত মানুষদের হয়েছে তল্লাশি।
রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রের এহেন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
“দিদির অভিযোগ আসানসোল পুরুলিয়া দুর্গাপুরের রাজ্যে পুলিশকে না জানিয়ে তল্লাশি হচ্ছে। যেদিন অমিত শাহ রাজ্যে … এটাতো পুরোটাই প্ল্যান করে হয়েছে। আমেরিকাতে যেমন ট্রাম্প প্ল্যান করে চলেন। তাই দিদি ট্রাম্পের প্রসঙ্গ এনেছেন,” বলেন এক তৃণমূল নেতা।