November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দিল্লির মানুষকে বাংলা শেখাবে মমতার সরকার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাজের সূত্রে পশ্চিমবঙ্গ থেকে অনেক বাঙালিকেই দিল্লিতে বসবাস করতে হয়। কিছু মানুষ আবার বংশপরম্পরায় রয়ে গেছেন সেখানে। দীর্ঘদিন থাকার ফলে তাঁদের অনেকেই কিছুটা হিন্দি মেশানো বাংলায় কথা বলতে পারলেও বাংলা পড়তে বা লিখতে পারে না। তাই এবার রাজ্য সরকার দিল্লিতে বাংলা ভাষা শেখানোর পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে দিল্লির বঙ্গভবন বা তথ্য-সংস্কৃতি দপ্তরের ‘মুক্তধারা’ ভবনে এই বাংলা ভাষা শেখানোর কেন্দ্র খোলা হবে। দুটি ভবনই দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের খুব কাছে। তাই দিল্লির যেকোনো প্রান্ত থেকেই উৎসাহীরা আসতে পারবেন।

দিল্লিতে নিযুক্ত রাজ্যের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার কৃষ্ণ গুপ্ত এই প্রস্তাব দেন সরকারকে। শিশুদের পাশাপাশি তাদের মা-বাবার জন্যও বাংলা সাহিত্য ও বাংলা সিনেমার ‘অ্যাপ্রিসিয়েশন কোর্স’ চালু করা বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকার এতদিন মূলত দিল্লিতে বাংলার সংস্কৃতি, হস্তশিল্প ও রাজ্যের পণ্য তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ভাষা শিক্ষার উদ্যোগ এই প্রথম। রাজ্য সরকারের মতে, তথ্য-সংস্কৃতি দপ্তর এবং স্কুল-শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে বাংলা শেখানোর পাঠ্যক্রম ও কোর্সের সময়সীমা ঠিক করা হবে।

দিল্লিতে সব রাজ্য সরকারেরই একটি করে রেসিডেন্ট কমিশনারের অফিস রয়েছে। সব কমিশনারই নিজের রাজ্যের ভাষা শেখানোর ক্ষেত্রে উৎসাহ দেয়, তা নয়। তবে ব্যতিক্রম কেরালা। বিভিন্ন মালয়ালি সংগঠন কেরালা সরকারের মালয়ালম মিশনের সহযোগিতায় প্রায় দেড়শো মালয়ালম শিক্ষা কেন্দ্র চালায়। প্রতি বছর প্রবাসী মালয়ালিদের পরীক্ষাও হয়। গুজরাট সরকার গুজরাটি শেখানোর ক্লাস চালায়। সেখানে অন্য ভাষার মানুষেরা চাইলে গুজরাটি শিখতে পারে।

Related Posts

Leave a Reply