November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভাবা যায় ! শেষে কিনা গোঁফ চুরি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

গোঁফ নাকি পৌরুষত্বের পরিচয়। আর সেই গোঁফই কেউ যদি চুরি করে নেয় তাহলে কি করা যায় বলুন ? পুলিশ ছাড়া গতি কি। আর সেইরকমই করলেন কিরণ ঠাকুর। ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের কানহান এলাকায়।

সম্প্রতি ওই এলাকার একটি সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী কিরণ ঠাকুর। কিন্তু দোকানের মালিক সুনীল কিছু না বলেই তার গোঁফ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনীলের কাছে জানতে চান কিরণ। কিন্তু সেসময় সুনীল তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এরপর ওই নাপিতের বিরুদ্ধে নাগপুর থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন কিরণ।

বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় নাপিতরাও। তাদের সংগঠন নাভিক একতা মঞ্চের তরফ থেকে কিরণকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার কোন সেলুনে যেন কিরণকে ঢুকতে না দেওয়া হয় সেজন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে নাভিক একতা মঞ্চের সভাপতি শরদ ওয়াটকর জানান, নাপিত সুনীলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গোঁফ কাটার আগে ওই যুবককে জিজ্ঞাসা করেছিলেন সুনীল। আর গোঁফ কাটার পরে সে বাড়িও চলে গিয়েছিল।

কিন্তু, সন্ধ্যাবেলা এসেই সুনীলের দোকানে ভাঙচুর চালায় সে। তাই ওই যুবকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের মিটিংয়ে মিথ্যা অভিযোগ জানানোর জন্য তাকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply