March 13, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অ্যাকুয়ারিয়ামে সঙ্গ দিতে মানুষের….

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জাপানের শিমোনোসেকি শহরের কাইকিয়োকান অ্যাকুয়ারিয়ামে একটি সানফিশকে খুশি রাখতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। অ্যাকুয়ারিয়ামটি ডিসেম্বর ২০২৪ থেকে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। তবে, এর একমাত্র সানফিশ দর্শনার্থীদের অভাব বোধ করে বিষণ্ণ হয়ে পড়েছিল।

স্টাফরা লক্ষ্য করেন, সানফিশটি তার প্রিয় খাবার জেলিফিশ খাওয়া বন্ধ করে দেয় এবং নিজের শরীর ট্যাঙ্কের গায়ে ঘষতে শুরু করে। প্রথমে তারা ধারণা করেছিলেন, মাছটি হয়তো পরিপাকতন্ত্রের কোনো সমস্যায় ভুগছে বা কোনো পরজীবীতে আক্রান্ত। তবে পরে তারা অন্য কারণ খুঁজতে শুরু করেন।

একজন স্টাফের মন্তব্যে বিষয়টি পাল্টে যায়। তিনি বলেন, মাছটি হয়তো দর্শনার্থীদের অনুপস্থিতিতে একাকিত্ব অনুভব করছে। প্রথমে এই যুক্তি অবাস্তব মনে হলেও শেষ চেষ্টা হিসেবে তারা মানুষের কাটআউট লাগিয়ে দেন।

অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্কে দর্শনার্থীদের মতো পোশাক পরানো কাটআউট বসানো হয়। এর ফলে সানফিশের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানায়, পরের দিনই সানফিশটি ভালো বোধ করতে শুরু করে। এখন এটি ট্যাঙ্কের সামনে এসে তার ফিন নেড়ে আনন্দ প্রকাশ করছে।

এটি প্রথমবার নয়। এর আগেও জাপানের কোনো কোনো অ্যাকুয়ারিয়ামে মাছের মানসিক স্বাস্থ্যের প্রতি এমন যত্ন নেওয়া হয়েছে। ২০২০ সালের কোভিড লকডাউনের সময়, টোকিওর সুমিদা অ্যাকুয়ারিয়ামে ৩০০ স্পটেড গার্ডেন ইলকে সক্রিয় রাখতে স্বেচ্ছাসেবকদের ফেসটাইমের মাধ্যমে মাছের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল।

কাইকিয়োকান অ্যাকুয়ারিয়ামের এই অভিনব উদ্যোগ আবারও প্রমাণ করল, প্রাণীর মানসিক সুস্থতার প্রতি দায়িত্বশীলতার মাধ্যমে নতুন নতুন সমাধান বের করা সম্ভব।

Related Posts

Leave a Reply