নখ-স্ক্রু-ছুরি দিয়ে টইটম্বুর পেট, দেখেই ডাক্তারদের … – KolkataTimes
April 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

নখ-স্ক্রু-ছুরি দিয়ে টইটম্বুর পেট, দেখেই ডাক্তারদের …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
লিথুনিয়ার এক ব্যক্তির পেট থেকে এক কিলোগ্রামের বেশি নখ, স্ক্রু, নাট এবং ছুরি বের করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে এসব জিনিস তার পেট থেকে বের করে এনেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম এলআরটির এক প্রতিবেদনে স্ক্রু, নাট এবং ছুরি দিয়ে ভর্তি একটি সার্জিক্যাল ট্রের ছবি প্রকাশ করা হয়েছে। তিন ঘণ্টার জরুরি অপারেশন শেষে ওই ব্যক্তির পেট থেকে এসব জিনিস বের করে আনেন চিকিৎসকরা।
প্রচণ্ড পেটে ব্যথা শুরু হওয়ায় ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বাল্টিক সাগরের উপকূলের ক্লাইপেডা ইউনিভার্সিটি হসপিটালে (কেইউএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অপারেশন করা হয়েছে।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এলআরটি জানিয়েছে, অপারেশন করে বের করা কিছু জিনিস ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) লম্বা ছিল। সার্জন সারুনাস দাইলিদেনাস এই ঘটনাকে ব্যতিক্রমী কেস বলে উল্লেখ করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, এক মাস ধরে মদ খাওয়া ছেড়ে এ ধরনের জিনিস খাওয়া শুরু করেন ওই ব্যক্তি।

Related Posts

Leave a Reply