মৃত্যুর পরও দুদিন বেঁচে থাকে মানুষের সত্ত্বা
কলকাতা টাইমস :
সুইচ টিপলেন আর বাতি নিভে গেলো ব্যাপারটা এমন নয়। বরং আপনার কম্পিউটারটি যেভাবে ধীরে ধীরে শাটডাউন হয় ঠিক সেভাবেই শরীর মারা যায় বলে মনে করছেন একদল বিজ্ঞানী। নতুন এক গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলেও শরীরের জিনগুলো আরও অন্তত দুদিন বেঁচে থাকে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক ইঁদুর ও জেব্রাফিশের ওপর গবেষণা চালিয়ে দেখেন মৃত্যুর পর জিনের কার্যক্রম আস্তে আস্তে কমতে থাকে। নিউ সায়েন্টিস্ট এ প্রকাশিত সে গবেষণার ফলাফলে পৌঁছতে বিজ্ঞানীরা ৫৪৮টি জেব্রাফিশ ও ৫১৫টি ইঁদুরের ওপর গবেষণা করেন। দেখা যায় জিনের আরএনএ তার কোষের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখে মৃত্যুর ৪৮ ঘণ্টা পরও!
গবেষকদলের প্রধান পিটার নোবল জানান, কোনো প্রাণ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সবগুলো কোষ মারা যায় না।এটা মানুষের বেলাতেও সত্য। মানুষের মৃত্যু হলেও তার শরীরে মোট কোষের একটি বড় অংশ এবং তার জিন অন্তত দুদিন কর্মকাণ্ড চালিয়ে যায়। মানে মৃত্যুর দুদিন পর্যন্ত আপনার শরীরে কাজ চলে!