আমের নাম নুরজাহান, লম্বায় ফুট খানেক !
কলকাতা টাইমসঃ
আমের নাম নুরজাহান, লম্বায় ফুট খানেক! এর স্বাদ আর গন্ধও অপূর্ব। নূরজাহানের দেশের বাড়ি আফগানিস্থানে হলেও ভারতেও দেখা মেলে এদের। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাত্থিওয়াড়া অঞ্চলে এদের কিছু বংশধর (গাছ) রয়েছে। সংখ্যায় এরা এতটাই কম যে, গাছে থাকতেই তাদের বুক করে নেওয়া হয়।
এই প্রজাতির একেকটা আমের ওজন হয় প্রায় আড়াই থেকে ৩ কেজি! শুধু আঁটির ওজনই ১৫০ থেকে ২০০ গ্রাম। জুন মাসের মধ্যেই বাজারে খুৱ কম হলেও দেখা মেলে এই আমের। খোঁজ নিয়ে একবার চেখে দেখতেই পারেন।