ম্যানমেড দাবানল অস্ট্রেলিয়ায় ! ১৮৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা
কলকাতা টাইমসঃ
প্রায় দু’মাস ধরে অস্ট্রেলিয়ায় জ্বলতে থাকা দাবানল এখন সেদেশের জাতীয় সংকট। অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ভিক্টোরিয়া ও নিই সাউথ ওয়েলস। এরই মধ্যে ইচ্ছাকৃতভাবে আগুন ছড়ানোর অভিযোগ উঠেছে ওই অঞ্চলে। সোমবার ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৮৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে ৪০ জন নাবালক।
দাবানলের জেরে অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে নিউ সাউথ ওয়েলসে প্রবল বর্ষণের খবর পাওয়া গেছে। আগামী বৃহস্পতিবার থেকে ফের থার্মোমিটারের পারদ চড়বে বলে পূর্বাভাস শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর।