November 1, 2024     Select Language
৭কাহন KT Popular শারীরিক

বুড়ো হাওয়া নির্ভর করে শরীরের তিল কত তার ওপর

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস 

আপনার সারা শরীরে কি অসংখ্য তিল রয়েছে? ভাবছেন, এটা আবার কোনও অসুখের লক্ষণ কিনা! জানেন কি, যে মানুষের শরীরে যত বেশি তিল থাকে, তাঁদের চেহারায় বয়সের ছাপ তত কম পড়ে! অবাক হচ্ছেন? এমনটাই দাবি লন্ডনের কিংস কলেজের একদল গবেষকের। ২০১৪ সালে এই গবেষণার রিপোর্ট প্রথম প্রকাশিত হয় ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন কনফারেন্স’-এ। গবেষকদের মতে, বেশি তিলওয়ালা মানুষের শরীরে টেলোমিয়ারস (জীবকোষের সুক্ষ্ম তন্তু বিশেষ) দীর্ঘতর হয়ে থাকে। এই টেলোমিয়ারস চামড়াকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে। একই সঙ্গে এই ব্রিটিশ গবেষকদের দাবি, তিলওয়ালা মানুষের মেলানোমা (ত্বকের ক্যান্সার) হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। তবে তাঁদের বুড়িয়ে যাওয়ার কাজটি চলে একটু ধীরগতিতে।

Related Posts

Leave a Reply