বালাই ৬০, মারাদোনা  – KolkataTimes
April 28, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বালাই ৬০, মারাদোনা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

০ পেরিয়ে ৬১’তে পা দিলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার। ফুটবলের ঈশ্বরের আজ শুভ জন্মদিন। ১৯৬০ সালের আজকের দিনে আর্জেন্টিনার বুয়েইনস আইরেসের লানুস শহরে জন্ম। তিন কন্যার পর তিনিই প্রথম পুত্র সন্তান। তার ছোট আরও দুই ভাই ররেছেন।

১২ বছর বয়সে বল-বয় হিসেবে কাজ করার সময় হাফটাইমের সময় তার বল কন্ট্রোলের ক্ষমতা মুগ্ধ করতে শুরু করে দর্শকদের। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে জায়গা হয়েছিল মারাদোনার। দেহরক্ষীর করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন জীবন্ত কিংবদন্তি।

Related Posts

Leave a Reply