মারাদোনা পেরেছিলেন, মেসি কি করবেন ?
কলকাতা টাইমসঃ
আজকের লিওনেল মেসি ১৯৯৫ সালে আর্জেন্টিনার রোজারিও শহরের ‘নিওয়েল’স ওল্ড বয়েজ’ ক্লাবে যোগ দেন। তখন তার বয়স মাত্র ৮ বছর। তার পরের চার বছরে তাদের মাত্র একটি ম্যাচ হারতে হয়েছিল এই ক্লাবকে। সৌজন্যে অপ্রতিরোধ্য লিওনেল। সেই সময় “দ্য মেশিন অব ’৮৭” নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। কারণ ১৯৮৭ হলো জন্ম সাল। ২০০১ সালে এখন থেকেই বার্সেলোনায় গমন।
মেসি ভক্তদের যুক্তি, ৩৩ বছর বয়সে স্পেনের সেভিলা ক্লাব থেকে নিওয়েল’স ওল্ড বয়েজে যোগ দেন মারাদোনা। মেসিও এখন ৩৩। তাই মেসিও তার শৈশবের ক্লাবে যোগ দিতেই পারেন। এরই মধ্যে মেসিকে নিজের প্রথম ক্লাবে ফিরে আসার দাবি নিয়ে আসরে নামলো লিওর আর্জেন্টাইন ভক্তরা।