মদ্যপ অবস্থায় ট্রাম্পকে কটাক্ষ মারাদোনার
কলকাতা টাইমসঃ
মারাদোনার মেক্সিকান ক্লাব একটি ম্যাচ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে বেফাঁস মন্তব্য করে বসলেন আর্জেন্টাইন কিংবদন্তি। মদ্যপ অবস্থায় মারাদোনা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দুনিয়ার শেরিফ (প্রধান) মনে করে। সবাইকে বলে বেড়ায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তাদের কাছে আছে।
মেক্সিকো ফুটবলের নিয়মানুযায়ী, কোনও মেক্সিকান ম্যানেজার ম্যাচের সময় কোনও রাজনৈতিক মন্তব্য করতে পারে না। নিজের দলের জয়কে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি উৎসর্গ করেন মারাদোনা। মারাদোনা বলেন, অত্যাচারী মার্কিন প্রেসিডেন্ট আমাদের কিনতে পারবে না। এক সময়ে ট্রাম্পকে পুতুল হিসেবে বর্ণনা করেন মারাদোনা।